নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার দুর্গাপুরে অনুষ্ঠিতি হল বিজেপির‘নমো ম্যারাথন’। এদিন সকালে দুর্গাপুরের বি–ওয়ান মোড় থেকে শুরু হয়ে বি-জোনের চণ্ডীদাস মার্কেটে গিয়ে শেষ হয় ৫কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন দৌড়। প্রায় শতাধিক তরুণ-তরুণী এদিনের দৌঁড়ে অংশ নিয়েছিলেন।
প্রসঙ্গত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে নেশামুক্ত ভারত গড়ার সংকল্প নিয়েছে বিজেপি। সেই লক্ষ্য়ে দেশজুড়ে শুরু হয়েছে পদক্ষেপ। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন অংশে ‘নমো ম্যারাথন’ দৌড়ের ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে বিজেপির এই ম্যারথ দৌড় নিয়ে শহরে শুরু হয়েছে শাসক বিরোধী দুই দলের রাজনৈতিক তরজা। বিজেপি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তরুণদের মধ্যে মাদকের নেশা ছড়ানোর অভিযোগ এনেছে। অন্যদিকে শাসক দল বিজেপির এই ম্যারাথন দৌড়কে নাটক বলে কটাক্ষ করেছে।
বিজেপির জেলা সহ–সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “তারাপীঠের কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো প্রতিটি উৎসবে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করে রাজ্য সরকার মদ বিক্রির নামে। এইভাবে যারা সমাজকে দূষিত করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচি।” অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্ব পাল্টা অভিযোগ করে বলে, “খেলাধুলা জীবনের একটি পাঠ, তবে খেলাধুলাকে রাজনীতির মধ্যে টানছে বিজেপি। কারণ ওরা বুঝে গেছে ২০২৬ নির্বাচনে হেরে যাবে। তাই মানুষের মন পেতে এসব নাটক করছে”।





