নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কথা ও কাহিনী এবং ভানুচক্র সংস্থার উদ্যোগে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামকে স্মরণ করে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হল ২-রা আগস্ট সন্ধ্যায়, দুর্গাপুরের ‘সৃজনী’ প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল সমবেত ও একক সংগীত,নৃত্য, আবৃত্তি, কবিগুরুর ‘ভুল স্বর্গ ‘কবিতা অবলম্বনে নাটক, গুণীজন সম্বর্ধনা ইত্যাদি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ-ডি-ডি-এ’র চেয়ারম্যান কবি দত্ত , সংগীতশিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত,সাহিত্যিক ও গল্পকার সৌম্য শংকর বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক ড: শর্মিষ্ঠা দাস সহ উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট মানুষ। তাঁদের সবাইকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন হৃদয় সাঁই,সহযোগিতায় জয়িতা সাঁই ও অন্যান্য সাংস্কৃতিক মনস্ক মানুষেরা।





