eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী রাস্তাগুলি ফোরলেন করার সিদ্ধান্ত

দুর্গাপুরের গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী রাস্তাগুলি ফোরলেন করার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শহর দুর্গাপুরে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। যানবাহনের এই চাপ সামলাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণের কথা ভাবছে প্রশাসন। ইতিমধ্যেই শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের একাধিক রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। গান্ধী মোড় থেকে বিধাননগর পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির ফোরলেনের কাজ ইতিমধ্যেই শুরু করেছে এডিডিএ কর্তৃপক্ষ। এবার ডিএমসি মোড় থেকে কবিগুরু সরণী পর্যন্ত রাস্তাটি ফোর লেন করার উদ্যোগ নিয়েছে এডিডিএ। সিটিসেন্টারের এডিডিএ দফতেরর সামনে তারই শিলান্যাস হল শুক্রবার।

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগম বোর্ড বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা শাসক পন্নামবলাম এস সহ বিশিষ্টজনেরা।

এদিন এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত জানান, শহর নানাভাবে বেড়ে উঠছে, ফলে চাপ বাড়ছে যানবাহনের। তাই শহরে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী রাস্তাগুলি ফোর লেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফোর লেনের র সঙ্গে থাকবে বিউটিফিকেশন ফাউন্টেন, পর্যাপ্ত লাইট, কোথাও কোথাও বসবে স্ক্যাল্পচার। প্রায় ৬ কোটি টাকা খরচে নির্মাণ হবে এই রাস্তা।

অন্যদিকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, প্রিয় শহর দুর্গাপুরের উন্নয়ন খুব দ্রুতগতিতে হচ্ছে । মানুষের প্রয়োজনের কথা ভেবেই এই উন্নয়ন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments