eaibanglai
Homeএই বাংলায়সিটিসেন্টারে আধুনিক মাছ মাংসের দোকানের উদ্বোধন

সিটিসেন্টারে আধুনিক মাছ মাংসের দোকানের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মাছ মাংসের বাজারে জল কাদা দুর্গন্ধের দিন শেষ। দুর্গাপুরের সিটিসেন্টারের পুরনিগমের উদ্যোগে ৪৫ লক্ষ টাকা ব্যায়ে উদ্বোধন হল মাছ মাংসের আধুনিক বাজার। শনিবার এই আধুনিক বাজারের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত ও পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী।

এতদিন সিটিসেন্টারের ডেইলি মার্কেটে খোলা আকাশের নীচে মাছ মাংস বিক্রি করতেন ব্যবসায়ীরা। এতে ক্রেতা বিক্রিতা দুপক্ষকেই সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে বর্ষার সময়ে জল কাদা দুর্গন্ধে মধ্যেই বাজার সারতে হতে ক্রেতাদের। ডেলি মার্কেটে ব্যবসায়ীদের জন্য তৈরি করা এই আধুনিক মাছের বাজারে রয়েছে মোট ২৭ টি স্টল । যার মধ্যে ২২টি মাছের, ৩ টি মুরগীর মাংসের ও ২টি খাসির সাংসের। বাজেরের নামকরণ করা হয়েছে “আহারি মৎস বাহারি মৎস্য”।

এদিন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন বলেন, ” এখানে ব্যবসায়ীরা যেমন স্থায়ী কাঠামো পাচ্ছেন, তেমনি ক্রেতারা পাচ্ছেন একই ছাদের তলায় রকমারি মাছ মাংস কেনার সুযোগ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments