নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গ্রীষ্মের এই দাবদাহের মধ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে শুরু হয়েছে রক্তের আকাল। এদিকে সারাবছর রক্তের চাহিদা লেগেই থাকে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। কিন্তু ব্যাঙ্কগুলিতে ঘাটতি থাকায় রোগীর আত্মীয়দের বিপাকে পড়তে হচ্ছে। এই পস্থিতিতে রক্তের আকাল মেটাতে এগিয়ে এল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।
সোমবার দুর্গাপুরের কাইজার লেনে বিসিডিএ অফিসে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসেন অনিন্দিতা মুখার্জি, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব কুণ্ডু ও অ্যাসোসিয়েশনের সদস্যরা।
অন্যদিকে এই সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা মেটাতে উদ্যোগ নেয় দুর্গাপুরের বিধান নগর ফাঁড়ি। এদিন ফাঁড়িতেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুলিশের তরফে। প্রায় দেড়শো জন স্বেচ্ছায় রক্ত দান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। শিবিরে উপস্থিত হয়েছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, বিধান নগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির দে প্রমুখ।





