eaibanglai
Homeএই বাংলায়জাতীয় সড়কের সার্ভিস রোডে অবৈধ পার্কিং, পুলিশের ভূমিকায় প্রশ্ন

জাতীয় সড়কের সার্ভিস রোডে অবৈধ পার্কিং, পুলিশের ভূমিকায় প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের ভিড়িঙ্গি মোড়ের সার্ভিস রোড এবং গান্ধী মোড়ের সার্ভিস রোডে বাড়ছে যানজট, তার সঙ্গে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ যার প্রধান কারণ সার্ভিস রোডে অবৈধ পার্কিং। রাস্তায় অবৈধভাবে দাঁড়িয়ে রয়েছে ছোট বড় ট্রাক আর চার চাকার গাড়ি। একইভাবে গান্ধী মোড় থেকে ভিড়িঙ্গি মোড় যাওয়ার জাতীয় সড়কের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে ছোট বড় একাধিক ট্রাক, ডাম্পার। আর এইসব দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা লেগে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ছোট বড় গাড়িকে। আবার সার্ভিস রোড দখল করে গাড়ির গ্যারেজও চলছে রমরমিয়ে। ফলে এই সার্ভিস রোড দিয়ে দিনে রাতে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবারও এই অবৈধ পাকিংয়ের জেরে দুর্ঘটনা ঘটে গান্ধী মোড় ও ভিড়িঙ্গির মাঝে,জাতীয় সড়কে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে একটি ডাম্পার। মাঝখানে পড়ে মৃত্যু হয় একটি গরুর। দুর্ঘটনায় জেরে বেশকিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

কীভাবে অবৈধভাবে ডাম্পার বা ছোট বড় গাড়িগুলিকে সার্ভিস রোডে এভাবে পার্কিং করতে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরের সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক(৩) রাজকুমার মালাকার দাবি করেন, জাতীয় সড়কের ধারে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জরিমানাও করা হচ্ছে।

অন্যদিকে এই অবৈধ পার্কিং নিয়ে পুলিশকে দায়ী করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল এবিষয়ে বলেন,”এইভাবে ট্রাক ডাম্পার পার্কিং হয়ে রয়েছে জাতীয় সড়কের সার্ভিস রোড আর জাতীয় সড়কের পাশে। পুলিশ এ বিষয়ে নির্বিকার। ওরা টাকা তুলতেই ব্যস্ত। সেই জন্যই বারে বারে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে আর গাড়ির চালকদের। দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি করবো।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments