নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শনিবার দুপুরে দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে বাঁশকোপা টোল প্লাজায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আরাও এক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে এক বেসরকারি সংস্থার দুই উচ্চপদস্থ আধিকারিকর ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান বাঁশকোপা টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দ্রুত গতিতে থাকা একটি চার চাকা গাড়ি। দুর্ঘটনার জেরে চার চাকা গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির সামনে থাকা দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যজনকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,নদীয়ার কল্যানী থেকে একটি চার চাকার গাড়িতে করে মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন বেসরকারি সংস্থার (জিন্দাল) দুই ম্যানেজার গৌতম জানা (৫০) ও সন্দীপ চক্রবর্তী। দুর্ঘটনায় গৌতম জানা ও গাড়ির চালকের মৃত্যু হয়। চালকের নাম জানা যায়নি।
ওই বেসরকারি সংস্থার এক কর্মী অরিন্দম মণ্ডল বলেন,”জিন্দালের মাইথন কোম্পানির দুজন জেনারেল ম্যানেজার ছিলেন। তাদের মিটিং ছিল মুচিপাড়ায়। সেখানেই আসছিলেন। খবর পেলাম তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তারপরেই এসে দেখি এই মর্মান্তিক ঘটনা।”
প্রত্যক্ষদর্শীদের দাবি চারচাকা গাড়িটির গতি অত্যন্ত বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে চালক সহ তিন জন ছিলেন। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায়, তাদের উদ্ধার করতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। গাড়ির একটি অংশ ভেঙে উদ্ধার করা হয় আহত যাত্রীকে।
















