eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ভারত-অস্ট্রেলিয়া গ্রীন স্টিল কোর্সের আয়োজন এনআইটিতে

দুর্গাপুর ভারত-অস্ট্রেলিয়া গ্রীন স্টিল কোর্সের আয়োজন এনআইটিতে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:– দুর্গাপুরে গত ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত গ্রীন স্টিলের উপর একটি পাঁচ দিনের কোর্সের আয়োজন করা হয়। টেকসই ইস্পাত তৈরির অগ্রগতির জন্য এন আই টি দুর্গাপুর, ভারত-অস্ট্রেলিয়া গ্রীন স্টিল কোর্সের আয়োজন করে হয়েছিল। ২০২৩ সালের মার্চ মাসে, ভারত সবুজ ইস্পাত তৈরির ক্ষেত্রে গবেষণা এবং উদ্ভাবন চালানোর জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি করা হয়েছিল। এর ফলে ভারত-অস্ট্রেলিয়া মিনারেল স্কলার নেটওয়ার্ক প্রোগ্রাম (IAMSN) গঠন করা হয়। এই মর্যাদাপূর্ণ IAMSN প্রোগ্রামের সদস্য হওয়ার জন্য NIT দুর্গাপুরকে প্রথম ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে, NIT দুর্গাপুরে ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত গ্রীন স্টিলের উপর একটি পাঁচ দিনের কোর্সের আয়োজন করা হয়। এই কোর্সটি ছিল একটি অনন্য প্রকৃতির যে কারণে অস্ট্রেলিয়া এবং ভারতের বিখ্যাত বিষয় বিশেষজ্ঞরা তাদের ধারনা প্রদান করেন এবং শিল্পের ৬০ জন অংশগ্রহণকারী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত লক্ষ্য পূরনের জন্য তাদের অভিঙ্গতা শেয়ার করেছেন। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে, অস্ট্রেলিয়ান কনসাল জেনারেল মিঃ হিউ বয়লান এবং সিএসআইআর-সি.এম.ই.আর.আই-এর পরিচালক ডঃ নরেশ চন্দ্র মুর্মু। অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রফেসর অরবিন্দ চৌবে, যিনি উল্লেখ করেন, “টেকসই ইস্পাত তৈরির ভবিষ্যত আমাদের হাতে, এবং এনআইটি দুর্গাপুর এই ক্ষেত্রে গবেষণার অগ্রদূত হতে গর্বিত।”

কোর্সে অস্ট্রেলিয়া ও ভারতের খ্যাতনামা গবেষকরা অংশগ্রহণ করেছেন, যেখানে শিল্পের ডিকার্বনাইজেশন, বিকল্প জ্বালানি ব্যবহার এবং সবুজ শক্তি সমাধানের ওপর আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা একত্রে ইস্পাত শিল্পের ভবিষ্যৎ এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার উপায় নিয়ে মতামত আদান-প্রদান করেন।
এছাড়া, ১৭ ফেব্রুয়ারি সিটি রেসিডেন্সিতে একটি নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়, যেখানে অস্ট্রেলিয়ান প্রতিনিধিরা এবং ভারতীয় শিল্পপতিরা একে অপরের সঙ্গে আলোচনা করেন। এই পাঁচ দিনের কোর্স ভারতের ইস্পাত শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে এবং ভবিষ্যতে আরও গবেষণা ও অংশীদারিত্ব বৃদ্ধির দিকে একধাপ এগিয়ে গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments