eaibanglai
Homeএই বাংলায়এনআইটি দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৪০তম ইঞ্জিনিয়ারিং কংগ্রেস

এনআইটি দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৪০তম ইঞ্জিনিয়ারিং কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এনআইটি দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৪০তম ইঞ্জিনিয়ারিং কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিশেষ এই কর্মসূচির কথা জানায় এনআইটি কর্তৃপক্ষ। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা। অনুষ্ঠানটি চলবে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-র উদ্যোগে এবং আইইআই দুর্গাপুর লোকাল সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই তিনদিনের জাতীয় সম্মেলনে বিকশিত ভারতের জন্য উদ্ভাবনী ইঞ্জিনিয়ারিং সমাধান থিমকে সামনে রেখে আলোচনা হবে। অধিবেশনে শিল্প ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ৬০টিরও বেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড, একাধিক স্মারক বক্তৃতা, উইমেন ইঞ্জিনিয়ার্স মিট, আন্তর্জাতিক প্রতিনিধি ও আইইআই প্রাক্তনী বৈঠক, ৩০০-র বেশি টেকনিক্যাল পেপার উপস্থাপনা, বার্ষিক সাধারণ সভা এবং পোস্টার প্রদর্শনীর মতো কর্মসূচি থাকছে।

এছাড়াও আগামী ২০ডিসেম্বর এনআইটি দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ২০তম সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউপিএসসি চেয়ারম্যান ডঃ অজয় কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনআইটি দুর্গাপুরের বোর্ড অব গভর্নর্সের চেয়ারপার্সন তথা ম্যানেজিং ডিরেক্টর এস. এন. সুব্রহ্মণ্যম। এদিন বিভিন্ন কোর্স মিলিয়ে মোট ১,২৩৭ জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হবে। এছাড়াও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রদান করা হবে ৩১টি স্বর্ণপদক ও ২টি সেরা প্রকল্প পুরস্কার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments