নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রশাসনিক কর্মপদ্ধতিকে আধুনিকীকরণ করতে নয়া বড় পদক্ষেপ গ্রহণ করল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) । এই পদক্ষেপে গত ৬ মে, ERP সিস্টেম SMILE-এর কয়েকটি মডিউল উদ্বোধন করা হয়। এই মডিউলগুলি ইনস্টিটিউট গেস্ট হাউস এবং স্পন্সরড রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেল (SRCC) এর কার্যক্রমকে সহজতর করতে সাহায্য করবে, যা বিভাগগুলিতে আরও ভাল সমন্বয় এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করবে বলে দাবি এনআইটি কর্তৃপক্ষের।
কর্তৃপক্ষের আশা, এই নতুন ব্যবস্থা চালু হওয়ার ফলে, একদিকে যেমন ইনস্টিটিউটের প্রশাসনিক কাজে পেপার ওয়ার্ক কমবে, প্রশাসনিক কাজ দ্রুত তরান্বিত করা সম্ভব হবে অন্যদিকে তেমনি রিয়েল-টাইম ডেটা অ্যাক্সেসের মাধ্যমে প্রশাসনিক কাজে দ্রুত এবং স্মার্ট সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্ব দেন এনআইটি,দুর্গাপুরের পরিচালক, অধ্যাপক অরবিন্দ চৌবে। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলিকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকার গুরুত্বের কথা তুলে ধরেন। অধ্যাপক চৌবে বলেন, “এটি এনআইটি দুর্গাপুরের সম্পূর্ণ ডিজিটালাইজেশনের দিকে একটি বড় পদক্ষেপ।” অনুষ্ঠানে উপস্থিত প্রাতিষ্ঠানিক প্রধান ও কর্মীরা এই স্মার্ট এই পদক্ষেপকে স্বাগত জানান।





