eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর এনআইটি'র বিস্ফোরণের ঘটনায় প্রয়াত জখম অধ্যাপক

দুর্গাপুর এনআইটি’র বিস্ফোরণের ঘটনায় প্রয়াত জখম অধ্যাপক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গবেষনার কাজ করার সময় বিস্ফোরণের ঘটনায় জখম অধ্যাপকের মৃত্যু হল । প্রয়াত ইন্দ্রজিৎ বসাক (৬৪), সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা ছিলেন। তিনি দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার কাজ চলছিল। তখনই সেটি ব্লাস্ট করে যায়। সেখানে থাকা কেমিক্যাল ছিটকে ঝলসে যান ওই অধ্যাপক এবং আসানসোলের বাসিন্দা এক ছাত্র। দু’জনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রের শারীরিক অবস্থার উন্নতি হলেও অধ্যাপকের অবস্থার অবনতি হতে থাকে। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় পরে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির সফদর জং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আরো দুজন পড়ুয়া অল্পবিস্তর আহত হয়েছিলেন। তবে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত ফাইনাল ইয়ারের এক পড়ুয়া জানায়, ল্যাবের বাইরে গবেষণা চলছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments