eaibanglai
Homeএই বাংলায়স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-গ্র্যান্ড ফিনালের পুরস্কার ছিনিয়ে নিল এনআইটি দুর্গাপুর

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-গ্র্যান্ড ফিনালের পুরস্কার ছিনিয়ে নিল এনআইটি দুর্গাপুর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এ অংশ গ্রহণ করে পুরস্করা জিতে নিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের পড়ুয়ারা। এনআইটি দুর্গাপুরের টিম বাইট ওভারলোড “PMSSS-এর জন্য একটি কাগজবিহীন বৃত্তি বিতরণ ব্যবস্থার বিকাশ” করে,যা ইউসার ফ্রেন্ডলি, অন্যন্য বৈশ্যষ্ট এবং একটি নিরাপদ ও দক্ষ প্ল্যাটফর্ম প্রদান করার জন্য প্রশংসিত হয় ও গ্র্যান্ড ফিনালের পুরস্কার ছিনিয়ে নেয়।

জতীয় স্তরের এই পুরস্কার পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত বাইট ওভারলোডের সদস্যরা (প্রথমেশ মান্দিয়ে,সানান সাজিদ, শিব শঙ্কর শর্মা, রিচা শ,সন্দীপ নিথারওয়াল, আশিস ঘোষ)। এই সাফল্যের জন্য তারা এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর, প্রফেসর অরবিন্দ চৌবে এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজার প্রফেসর শিবেন্দু শেখর রায়কে অমূল্য দিকনির্দেশনা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে। অন্যদিকে বাইট ওভারলোডের সদস্যদের এই সাফল্যে গর্বিত এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর, প্রফেসর অরবিন্দ চৌবে পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে বলেন, “এটি আমাদের ছাত্র ছাত্রীদের কাছে একটি বড় অর্জন।”

প্রসঙ্গত উল্লেখ্য স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন (SIH) হল দেশের শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্রীয় সরকারি উদ্যোগ, যা শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের সমস্যা সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। যেখানে মূলত দেশের ইঞ্জিয়ারিং পড়ুয়ারা অংশগ্রহণ করে এবং দৈনন্দিন জীবনে সম্মুখীন হওয়া গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির সমাধানে সচেষ্ট হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments