নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৃহস্পতিবার দুর্গাপুর নিউ টাউনশিপ থানার উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘ফিরে পাওয়া’। যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৪টি মোবাইল ফোন ও সাইবার প্রতারণায় খোয়ানো টাকা উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ, ওসি নিউ টাউনশিপ নাসরিন সুলতানা সহ পুলিশ আধিকারিকরা।
‘ফিরে পাওয়া’ কর্মসূচি উপলক্ষ্যে এদিন থানা প্রঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রথমেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ আধিকারিকরা। পরে প্রাপকদের হাতে একে একে মোবাইল ও টাকা তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় কারোর এক বছর কারোর আবার দু’বছর আগে ফোন খোয়া গিয়েছিল। অভিযোগ পেয়ে তদন্ত নামে নিউ টাউনশিপ থানার পুলিশ ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়। অবশেষে নিজেদের ফোন ফিরে পেয়ে খুশি প্রকাশ করেন প্রাপকেরা। এদের মধ্যে বিধাননগর নিবাসী প্রৌঢ় ভোলানাথবাবু ফোন ফিরে পেয়ে কেঁদে ফেলেন। তিনি জানান মেয়ের কাছ থেকে ফোনটি উপহার পেয়েছিলেন। সেই উপহার খুঁইয়ে যতো না মন খারাপ হয়েছিল তার থেকে বেশী আনন্দ হচ্ছে সেই অমূল্য উপহার ফিরে পেয়ে।
এর পাশাপাশি এদিন দুজন সাইবার প্রতারণা শিকার হয়ে খোয়ানো টাকা ফিরে পান। একজনের হাতে ৩৫ হাজার টাকা ও আরেকজনের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে এসিপি সুবীর রায় বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতিমুহূর্তেই মানুষের সাথে মানুষের পাশে রয়েছে।”