মনোজ সিংহ, দুর্গাপুর:- শিল্পাঞ্চল দুর্গাপুর যে সংস্থার নামে পরিচিতি পায়, সেই দুর্গাপুর স্টিল প্লান্টের ভেতরে লাগাতার কয়েক বছর ধরে চলছে শ্রমিকের মৃত্যুর মিছিল। কয়েক দফায় বিভিন্ন শ্রমিক সংগঠনের চাপে আধুনিককরণের চেষ্টাও করা হয়েছে বারবার। কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে মৃত্যুর মিছিল ঠেকানো যায়নি। এযাবৎকাল অবধি দুর্গাপুর ইস্পাত কারখানার কোন আধিকারিক ইস্পাত নগরীতে থেকে সংস্থার অর্থ লুঠের অভিযুক্ত হয়নি। কিন্তু এবার দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে গত এক বছরের আর্থিক বেশ কয়েকটি বড় দুর্নীতির প্রমাণ হাতে পাওয়া গেছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের নিজস্ব ভিজিলেন্স বিভাগের হাতে একাধিক আধিকারিক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। দুর্গাপুর ইস্পাত কারখানার একাধিক আধিকারিক ও কর্মীর ওপরে নজর রাখছে কেন্দ্রীয় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের নিজস্ব ভিজিলেন্স বিভাগ বলে জানা গেছে।
কয়েকদিন আগেই দুর্গাপুর ইস্পাত কারখানার জেনারেল ম্যানেজার পদমর্যাদার এক আধিকারিক সমিত ভট্টাচার্য, বয়স ৫৪ বছর ,বেলা ১১ টা থেকে হঠাৎই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ইস্পাত কারখানার ভেতর থেকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। তৎপরতা দেখায় পুলিশ। কিন্তু পুলিশ কুকুর নিয়ে কারখানার ভিতর তন্ন তন্ন করে খুঁজেও সমিতবাবুর হদিশ মেলেনি। অবশেষে প্রায় ১৬ ঘণ্টা পর শনিবার গভীর রাতে ইস্পাত কারখানার জংশন বাংকারের একটি লিফটের নিচে সমিতবাবুর দেহ পড়ে থাকতে দেখেন কারখানার কর্মীরা। পুলিশ পৌঁছে মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠায়। ডিএসপি আধিকারিকের মৃত্যু ঘিরে একদিকে যেমন রহস্য দানা বেঁধেছে অন্যদিকে তেমনিই চাঞ্চল্য তৈরি হয়। আত্মহত্যা নাকি খুন ? পুরো ঘটনা তদন্ত করে দেখা শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।
এদিকে গত কাল(০৪/১১/২৪) দুপুর থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন সামাজিক মাধ্যমে ডিএসপির জেনারেল ম্যানেজার সমিত ভট্টাচার্যের মৃত্যু ঘিরে নানান জল্পনা ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে একটি ইউটিউব চ্যানেলের সাংবাদে দাবি করা হয় ডিএসপির জেনারেল ম্যানেজার সমিত ভট্টাচার্যীকে নাকি শ্বাস রোধ করে খুন করা হয়েছে। আগুনের মতন এই সংবাদ ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলের আনাচে-কানাচে। শুরু হয় গুঞ্জন, কানাঘুষো, আলোচনা ও বিতর্ক। অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের কোন আধিকারিক এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। দুর্গাপুর পুলিশের উচ্চ আধিকারিকরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তারা এ কথা স্পষ্ট ভাবে জানিয়েছেন তাদের হাতে এখনো পর্যন্ত পোস্টমর্টেম এর রিপোর্ট আসেনি। পোস্টমর্টেম রিপোর্ট দেখার পরেই কিছু বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশের ওই সূত্রটি। সম্ভবত আগামী কালকেই পোস্টমর্টেম এর রিপোর্ট হাতে পাবে পুলিশ আধিকারিকরা বলে সূত্র মারফত জানা গেছে। একটি অসমর্থিত সূত্র মারফত জানা যাচ্ছে, বর্ধমান মেডিকেল কলেজে যে পোস্টমর্টেম রিপোর্ট তৈরি হয়েছে, তাতে নাকি মৃত জেনারেল ম্যানেজার সমিত ভট্টাচার্যের শরীরে টাঙ্গুলেশন মার্ক পাওয়া গিয়েছে। যা দেখে নাকি চিকিৎসকরা অনুমান করছেন যে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। ডিএসপি টাউনশিপের কোয়ার্টারের টাইলস, মার্বেল বসানোর কাজে প্রায় ৫৫ কোটি টাকার দুর্নীতির জন্য, কেন্দ্রীয় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের নিজস্ব ভিজিলেন্স বিভাগ নাকি ইতিমধ্যেই দুর্গাপুর ইস্পাত কারখানার চারজন উচ্চপদস্থ আধিকারীকে নোটিশ দিয়েছে জিজ্ঞাসাবাদ এর জন্য বলে সূত্র মারফত জানা গেছে।