সন্তোষ কুমার মণ্ডল, কাঁকসাঃ– জলাশয়ে মাছ ধরতে গিয়ে জালে উঠল দেশীয় একনালা বন্দুক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বিষ্ণুপুর গ্রামে।
জানা গেছে এলাকার জঙ্গল লাগোয়াই রয়েছে একটি জলাশয়। সরস্বতী পুজোর দুপুরে স্থানীয় কয়েকজন মাছ ধরার জন্য ওই জলাশয়ে জাল ফেলে, আর তখনই জালে উঠে আসে একনালা একটি বন্দুক। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মলানদিঘী ফাঁড়ির পুলিশ ও বন্দুকটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশের অনুমান বন্দুকটি বহু পুরনো, দীর্ঘদিন ধরে জলে পড়ে থাকায় মরচে ধরেছে। তবে জঙ্গল লাগোয়া জলায়শয়ে কীভাবে বন্দুকটি এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে স্থানীয়দের দাবি ওই অস্ত্র বাম আমলের। তাঁরা জানান, কয়েক বছর আগেও বিষ্ণুপুর গ্রামের যমঘোষ নামের একটি পুকুর থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল।