eaibanglai
Homeএই বাংলায়অনলাইনে এসআইআর ফর্ম ফিলাপের অনুরোধ দুর্গাপুরের মহকুমা শাসকের

অনলাইনে এসআইআর ফর্ম ফিলাপের অনুরোধ দুর্গাপুরের মহকুমা শাসকের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। গত ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু করছেন। সোমবার পর্যন্ত দুর্গাপুর মহকুমার ৯৯ শতাংশেরও বেশি ফর্ম বিলি হয়ে গেছে বলে দাবি করেছেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আবার সেই ফর্মের তথ্য অননাইলে পূরণ করতে হবে বিএলওদের। তবে সেই প্রক্রিয়াটি যাতে নির্ভুল হয় তার জন্য প্রত্যেক ভোটারকে (যারা অন লাইনে ফর্ম ফিলাপে সক্ষম) নিজে অনলাইনে এসআইআর ফর্ম ফিলাপের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার অনলাইনে ফর্ম ফিলাম করা নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি জানান নাগরিকরা এখন সরাসরি voters.eci.gov.in ওয়েব সাইটে গিয়ে অথবা ইসিআইনেট (ecinet) অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য যাচাই ও SIR ফর্ম পূরণ করতে পারবেন।

ভোটার কার্ডের সাথে ফোন নম্বর সংযুক্ত না থাকলে আগে পোর্টালে ঢুকে সরাসরি ফোন নম্বর সংযোজন করতে হবে। ওই ওয়েব সাইটে ফর্ম এইট পূরণ করে মোবাইল নম্বর সংযুক্ত করণ করতে হবে। একটি মোবাইল নম্বর থেকে একাধিক নাম এন্ট্রি করা যাবে। এরপর এসআইআর ফর্ম পূরণ করতে পারবেন ভোটাররা।

তবে তিনি স্পষ্ট জানিয়েছেন বিএলওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া অনুমারেশন ফর্ম ফিলাপ ও জমা দেওয়ার পক্রিয়া রয়েছে সেটির সঙ্গে অন লাইন ফর্ম ফিলাপের সরাসরি কোনও যোগ নেই। ওই প্রক্রিয়া সকলকেই করতে হবে। বিএলওদেরই এই কাজ করতে হবে। এটি শুধুমাত্র ভুলত্রুটি কমাতে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তবে যদি ভোটার নিজে অনলাইনে ফর্ম ফিলাপ করেন সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা থাকবে না। তবে যে ভোটারের তথ্য বিএলও ইতিমধ্যে এন্ট্রি করেছেন সেক্ষেত্রে নতুন করে আর ফর্ম ফিলাপ করা যাবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments