নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “কিছু পঞ্চায়েত সমিতি চালাচ্ছে বহিরাগতরা”, দুর্গাপুরে তৃণমূল জেলা পরিষদের মেন্টর ভি শিবদাসন দাশুর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিতর্কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে তাই এ কথা বলতে হচ্ছে।
প্রসঙ্গত রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শুক্রবার দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগনাথন, জেলাশাসক পন্নামবলাম এস, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, তৃণমূল জেলা পরিষদের মেন্টর ভি শিবদাসন দাশু সহ অন্যান্যরা। ৮টি ব্লক প্রশাসনের আধিকারিক জেলা সমিতির সভাপতি ও ৬২ টি পঞ্চায়েত প্রধানদের উপস্থিতিতে এই পর্যালোচনা বৈঠক হয়। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের কাছ থেকে নানান সমস্যার কথা শোনা হয় ও সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভি শিবদাসন দাশু বলেন, “কিছু কিছু পঞ্চায়েত সমিতি বহিরাগতরা চালাচ্ছে। কিছু নেতৃত্ব সেইসব বহিরাগতদের মাঝে রয়েছে। এইসব ঘটনার জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে নজরদারি বাড়াতে হবে।”
তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির সহ সভাপতি রমণ শর্মা বলেন, “গণতন্ত্রে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে কারা চালায়? যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাই তো চালায়। বহিরাগত কীভাবে হয়ে গল? আসলে বহিরাগতদের দিয়ে আপনারই তো বুথ লুঠ করিয়েছিলেন, বুথ দখল করিয়েছিলেন। বুথ দখল করিয়ে এখন পুরো এলাকায় দখলদারির রাজত্ব চালাচ্ছে। এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, তাই এসব কথা বলতে হচ্ছে।”