সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকে অজয় নদের তীরবর্তী শ্মশানে দাহকার্যের সুবিধার জন্য নির্মাণ করা হচ্ছে বৈদ্যুতিক চুল্লি। পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি ও দে গ্রুপের আর্থিক সহায়তায় এই বৈদ্যুতিক চুলিটি গড়ে উঠছে।
বুধবার এই চুল্লির নির্মাণ কাজ পরিদর্শন করেন বিধায়ক। তিনি বলেন, “পাণ্ডবেশ্বরের জনতার একটাই মূল মন্ত্র তা হলো উন্নয়ন। পাণ্ডবেশ্বরের উন্নয়নের ইতিহাসের মুকুটে এই বৈদ্যুতিক চুল্লি নতুন পালক হিসেবে বসতে চলেছে। মানুষকে আর দৌড়াতে হবে না দূরদূরান্তে। হাতের নাগালেই বৈদ্যুতিক চুল্লি নির্মাণ হলে বীরভূম এবং পশ্চিম বর্ধমান দুই জেলার মানুষ সুবিধা পাবে।”
এদিনের পরিদর্শনে বিধায়কের সঙ্গে ছিলেন,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কিরিটি মুখোপাধ্যায় , দে গ্রুপের কর্ণধার বিশ্বদীপ দে ও সন্দীপ দে। আগামী ২১ জানুয়ারি এই বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হতে চলেছে।


















