eaibanglai
Homeএই বাংলায়শহরের মোবাইল চুরি চক্রের দুই মাস্টারমাইন্ড গ্রেফতার

শহরের মোবাইল চুরি চক্রের দুই মাস্টারমাইন্ড গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত কয়েক মাস ধরে ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে দুর্গাপুর ও আসানসোল মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ জনের চুরি ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা গুলি। এই কর্মসূচি চালাতে গিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে শয়ে শয়ে মোবাইল। আর এই মোবাইল চুরি কাণ্ডের তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন চুরির মোবাইল ব্যবহার করেই পরিবর্তীতে চলে সাইবার প্রতারণা। চাঞ্চল্যকর এই তথ্য়া সামনে আসার পরই মোবাইল চুরি চক্রের মাথাদের খোঁজ শুরু করে পুলিশ। এরই মধ্যে গতকাল চুরির মোবাইল কিনে তা বিক্রি করার অভিযোগে কাঁকসা ব্লকের গোপালপুর থেকে সুভাষ মণ্ডল নামের একজনকে গ্রেপ্তার করে নিউটাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মোবাইল চুরির দুই মাস্টারমাইন্ডের নাম। দেরি না করে গতকাল রাতেই বীরভূমের দুবরাজপুর থানা এলাকায় অভিযান চালায় পুলিশ এবং শেখ এনামুল ও শেখ আনোয়ারকে নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় দশটি মূল্যবান মোবাইল।

মঙ্গলবার ধৃত তিনজনকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই মোবাইল চুরি চক্রের সঙ্গে আর কারা জড়িত, চক্রটি কত মোবাইল চুরি করেছে, চুরি করা মোবাইল কোথায় বিক্রি করা হতো ইত্যাদি বিষয়টিগুলি তদন্ত করে দেখবে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments