নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এক দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের মেনগেট এলাকার নিউ স্টিল পার্ক রোডে। চলল পুলিশ-জনাত খণ্ডযুদ্ধ, ভাঙচুর করা হল পুলিশের অস্থায়ী ক্যাম্প।
জানা গেছে মেন গেটের নিউ স্টিল পার্কের বাসিন্দা শেখ সাবীর স্ত্রী ও দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাইক নিয়ে নিউ স্টিল পার্কে যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। অভিযোগ সেই সময় ইট বোঝাই একটি ওভারলোডেড ট্রাক্টরকে তাড়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাক্টরটি এবং দাঁড়িয়ে থাকা শেখ সাবীরের বাইকে উপর উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হন শেখ সাবীরের স্ত্রী রনেত পারভিন (২৫ ) । আঘাত পান শেখ সাবীর ও তাঁর দুই সন্তানও। চারজনকেই তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রনেত পারভিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে মহিলার মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে, এমনকি এলাকার অস্থায়ী পুলিশ ক্যাম্পেও হামলা চালায় ও ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশকে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দিনরাত তোলাবাজি চালায় পুলিশ। এদিনও পুলিশের তোলাবাজির জন্য একটি প্রাণ অসময়ে চলে গেল। অবিলম্বে পুলিশের তোলাবাজি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।