eaibanglai
Homeএই বাংলায়সেপকো টাউনশিপে অসামাজিক কাজকর্মের অভিযোগ, পুলিশের হানা

সেপকো টাউনশিপে অসামাজিক কাজকর্মের অভিযোগ, পুলিশের হানা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সেপকো টাউনশিপে বাড়ি নিয়ে অসামাজিক কাজকর্মের অভিযোগ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই বাড়িতে হানা দিল দুর্গাপুর থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ রাত বাড়লেই কম বয়সী মহিলাদের আনাগোনা বারে ওই বাড়িটিতে। বিষয়টি জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতের এক মহিলা আইনজীবী দুর্গাপুরের মহকুমা শাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সের কাছে অভিযোগ করেন। এর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় বেশ কিছু মহিলা ও পুরুষ ওই বাড়ি থেকে বেরিয়ে গাড়ি উঠে চলে যাচ্ছেন। (যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এইবাংলায় ডট কম।) এরপরই এদিন ওই বাড়িতে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ এবং প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তল্লাশি ও তদন্ত। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ।

অন্যদিকে এক প্রতিবেশী সীমা সিংহ জানান, “ভাড়া বাড়ির ভিতর নানা অসামাজিক কাজকর্ম চলে। রাত অবধি বাইরে থেকে পুরুষ ও মহিলারা বাড়িতে আসে। বিভিন্ন সময় মহিলা ও পুরুষদের গালিগালাজ করতে শোনা যায়। সব মিলিয়ে এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ছেলে মেয়ে নিয়ে বসবাস করা যাচ্ছে না।” এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। তিনি দাবি করেন সব কিছু জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

যদিও বাড়ির ইনচার্জের দায়িত্বে থাকা দিব্যেন্দু কোলে দাবি করেন ওই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে। সেখানে যে মহিলারা থাকেন তারা মূলত দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় বার ডান্সার বা বার সিঙ্গার হিসেবে কাজ করেন। সব কিছু জানিয়ে সঠিক নথি পত্র দিয়েই বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এবং ওই বাড়িতে কোনো রকম অসামাজিক কাজকর্ম চলে না। তারা পুলিশের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। “

এদিন বিষয়টি নিয়ে দুর্গাপুরের মহাকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে ওই বাড়ির মালিক ইস্পাত নগরীর কাশিরাম দাস রোডের আবাসনে থাকেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments