নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান পদে অবাঙালি নেতাকে বসানোর প্রতিবাদে সরব হল বাংলা বাঙালিদের নিয়ে কাজ করা সমাজসেবী সংগঠন বাংলা পক্ষ। এদিন দুর্গাপুর নগর নিগমের সামনে দুর্গাপুরের সর্ব স্তরে বাঙালি জনপ্রতিনিধি দাবি করে লেখা ব্যানার নিয়ে ও স্লোগান দিয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে বাংলা পক্ষের সদস্যরা। তারা দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যানের পদে আসন পাওয়া ধর্মেন্দ্র যাদবকে তুলোধনা করেন।
প্রশাসক মন্ডলীর বাঙালি সদস্য রাখি তিওয়ারি, দীপঙ্কর লাহা এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন বহিরাগত একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল সেই প্রশ্ন তুলে বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন,”গুটকাখোর নেতা ধর্মেন্দ্র যাদব সরকারি জমি দখল করে সব বিক্রি করে দিল। উনি যেই এলাকার বাসিন্দা সেইখান থেকে একটা ভোটও তিনি পাবেন না। কিন্তু এই রাজ্য সরকার বাঙালিদের সরিয়ে বহিরাগত ধর্মেন্দ্র যাদবকে সরকারি পদে বসালো। আমাদের দাবি অবিলম্বে অপসারিত বাঙালি পদাধিকারিদের তাদের পদে পুনর্বহাল করতে হবে। অন্ততপক্ষে পুনর্বহাল না করা গেলে ভাইস চেয়ারম্যান পদে কোন বাঙালিকে নিয়োগ করতে হবে। দুর্গাপুরের জনবসতির ৮৬ শতাংশ বাঙালি হওয়া সত্ত্বেও কেন কোন পদে বহিরাগতকে বসানো হল। দুর্গাপুরের কোন বাঙালি কাউন্সিলর বা দক্ষ নেতা কি নেই। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছি।”
অন্যদিকে এই পুরো বিষয়টি নিয়ে প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন,”১৩ বছর ধরে দুর্গাপুর নগর নিগমে রয়েছি। এইরকম কথা আগে কেউ বলেনি। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা হয়তো আমার সম্পর্কে জানে না। তাদের মন জয় করতে পারেনি সেই জন্য হয়তো এ কথা বলছে। ওদের মন জয় করার চেষ্টা করব।”
প্রসঙ্গত সম্প্রতি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফে জানানো হয় ভাইস চেয়ারম্যান পদ থেকে অভিমাত বন্দ্যোপাধ্যায় ও দুই সদস্য রাখি তিওয়ারি এবং দীপঙ্কর লাহাকে অপসারণ করে ভাইস চেয়ারম্যান পদে ধর্মেন্দ্র যাদবকে নিয়োগ করা হয়েছে। আপাতত চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন এই দুটি পদ নিয়ে পরিচালিত হচ্ছে দুর্গাপুর নগর নিগম।
প্রশাসক মণ্ডলীর পদে অবাঙালি বসানোর বিরোধীতার পাশাপাশি এদিন অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের ভোট করানোরও দাবি জানায় বাংলা পক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভোট হয়নি দুর্গাপুর নগর নিগমের। শেষবার ভোট হয়েছিল ২০১৭ সালে ও ২০২২ সালে পুর নিগমের পরিচালন বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়। বিরোধীদের প্রবল চাপ থাকা সত্ত্বেও রাজ্যের শাসক দল দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি। পরিবর্তে পাঁচ সদস্যের প্রশাসক মণ্ডলীর দ্বারা পরিচালিত হচ্ছিল নগর নগিম। চেয়ারপার্সন পদে অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারপার্সন পদে অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং তিন সদস্য ধর্মেন্দ্র যাদব,রাখি তিওয়ারি এবং দীপঙ্কর লাহাকে নিয়ে গঠতি হয়েছিল প্রশাসক মণ্ডলী। বিরোধীদের অভিযোগ নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই নির্বাচন করতে ভয় পাচ্ছে রাজ্য় সরকার।

















