নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাংলাদেশী জনতার আগ্রাসী মনোভাব ও সেদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে শঙ্খ বাজিয়ে ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদে শামিল হলেন বিশ্ব সনাতনী হিন্দু ঐক্যমঞ্চের সদস্যরা। সংগঠনের তরফে রবিবার সকালে দুর্গাপুরের ভগৎ সিং মোড় থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে হিন্দু সম্প্রদায়ের কয়োকশো মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও অংশ নেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই, জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরাও।
এদিন বিজেপি বিধায়ক বলেন, “বাংলাদেশের হিন্দুদের ওপর লাগামহীন ভাবে অত্যাচার চালানো হচ্ছে। মন্দিরে মন্দিরে হামলা চালানো হচ্ছে। আমরা তারই বিরুদ্ধে রাস্তায় নেমেছি। ওরা ভারতকে হুংকার দিচ্ছে। ওইসব হুংকার দেখিয়ে লাভ নেই। যদি পশ্চিমবঙ্গের মানুষ মনে করে তাহলে বাংলাদেশের মানচিত্র থাকবে না উড়ে যাবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান সহ প্রাক্তন সেনা কর্মীরা হুংকার দিয়ে বলছেন, “চার দিনের মধ্যে কলকাতা দখল নেব।” এমনই ছবি বারে বারে ভেসে উঠছে একাধিক নিউজ চ্যানেলের পর্দায়। এরকমই হুংকার দেওয়া ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ( যদিও ওইসব ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় নিউজ পোর্টাল)। এমনকি প্রতিবেশী দেশে মৌলবাদী শাসনের জেরে হিন্দুদের অবস্থা ভয়াবহ হয়ে উঠলেও সেদেশের প্রশাসন নিষ্ক্রিয় বলে বারে বারে অভিযোগ উঠছে।