নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার দুর্গাপুরের সিটিসেন্টারে অবস্থিত সেন্ট্রাল লাইব্রেরিতে হিন্দি বিভাগের উদ্বোধন হল। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এদিন ডিজিটাল লাইব্রেরিরও উদ্বোধন হয়। পাশাপাশি এদিন লাইব্রেরিতে শিশুদের একটি খেলার জায়গারও উদ্বোধন করা হয়।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”এই লাইব্রেরী একটু অন্যরকম। দুর্গাপুরের সমস্ত শ্রেণীর মানুষ এসে ডিজিটাল লাইব্রেরিতে পড়ার সুযোগ পাবে। তাতে জেলার মানুষ উপকৃত হবেন।”
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রশাসক মন্ডলীর চেয়ার পার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ লাইব্রেরির কর্তারা।


















