eaibanglai
Homeএই বাংলায়দুর্ভোগের ইতি, অবশেষে স্বস্তির নিঃশ্বাস শিল্পাঞ্চলে

দুর্ভোগের ইতি, অবশেষে স্বস্তির নিঃশ্বাস শিল্পাঞ্চলে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শহর দুর্গাপুরের সাধারণ নিত্য যাত্রী তথা যাত্রীরা। গত তিন ধরে চলা মিনা বাস ও অটো ধর্মঘট উঠে গিয়ে বৃহস্পতিবার থেকে যাত্রী পরিবহণ স্বাভাবিক হল শহরে। তিন দিনের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হল দুর্গাপুরের জনজীবন।

প্রসঙ্গত, শহরে অবৈধ টোটো দৌরাত্ম্যের অভিযোগে শহরজুড়ে ধর্মঘটের ডাক দেয় মনিবাস সংগঠন ও অটো সংগঠন। তিনি দিন ধরে লাগাতার চলে ধর্মঘট। ফলে বন্ধ হয়ে যায় শহরের গণপরিবহন ব্যবস্থা। যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। বুধবার প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে মিনিবাস সংগঠন। যদিও সেই বৈঠকে অবৈধ টোটো নিয়ন্ত্রণে কোনও সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ার অভিযোগ তোলে সংগঠন। বৈঠককে ‘গুরুত্বহীন’ বলে দাবি করে তারা। তবে এরপরেই সংগঠনের অভ্যন্তরীণ বৈঠকে কর্মী ও নেতৃত্ব একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে পরিষেবা স্বাভাবিক করা হবে।

মিনিবাস মালিক সংগঠনের সাধারণ সম্পাদক অলক চট্টোপাধ্যায় জানান, “প্রশাসনের আশ্বাসে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও, শহরের মানুষকে ভোগান্তির হাত থেকে মুক্ত করতেই পরিষেবা শুরু করছি। দুর্গাপুজোর পরেও যদি একই পরিস্থিতি থাকে তাহলে আঞ্চলিক পরিবহন অধিকর্তার কাছে আমাদের পারমিট আত্মসমর্পণ করা ছাড়া আর কোন উপায় থাকবে না।”

অপরদিকে, প্রশাসনের তরফে জানানো হয়, মিনিবাস সংগঠনের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। ট্রাফিক বিভাগের এসিপি রাজকুমার মালাকার বলেন, “অবৈধ যান নিয়ন্ত্রণে কড়া নজরদারি শুরু হবে। সব পক্ষকে নিয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করব।”

এদিকে বৃহস্পতিবার থেকে শিল্পাঞ্চলের বুকে ফিরছে স্বাভাবিকতার ছোঁয়া। শহরের রাস্তায় ফের ঘুরতে শুরু করেছে গণপরিবহনের চাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments