নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শারদোৎসব আসন্ন। সারা রাজ্য়ের পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে জোড় কদমে প্রস্তুতি চলছে পুজো কমিটিগুলোর। তার পাশাপাশি উৎসব ঘিরে নিরাপত্তা সহ অন্য়ান্য বিষয়গুলির নজরদারিতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। তারই অংশ হিসেবে শনিবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে অনুষ্ঠিত হল শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে বিশেষ বৈঠক। যেখানে দুর্গাপুজো কার্নিভালের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নমবলাম এস, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা।
অন্যদিকে আসন্ন দুর্গাপুজো কার্নিভালকে ঘিরে শহরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আমেজ । এই কার্নিভাল এমনই এক সাংস্কৃতিক উৎসব যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি মানুষে মানুষে মেলবন্ধনের পরিবেশ তৈরি করে।




