নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবের সভাগৃহে ২০ শে ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত হয়েছিল ‘সংগীত সম্মেলন’ -উদ্যোগ ছিল রবীন্দ্রনাথ টেগোর ইয়ুথ কাউন্সিল-এর। প্রায় চার ঘন্টার ও বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে সাংগীতিক আলোচনা ও বিভিন্ন স্বাদের সংগীত পরিবেশিত হল। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন – বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক, উৎপল সেনগুপ্ত, বাণী চট্টোপাধ্যায়, শর্মিষ্ঠা ঘোষ, সুবীর চৌধুরী, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, শমিতা সেনগুপ্ত, সন্তোষ মুর্মু প্রমূখ শিল্পী ও সাংগীতিক ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন নন্দিনী বন্দ্যোপাধ্যায়। যন্ত্রসংগীত সহযোগিতায় ছিলেন সন্দীপ দাস, সমীর রায়, দেবাশীষ চট্টোপাধ্যায় ও অন্যান্য শিল্পী বৃন্দ। আয়োজকদের পক্ষ অংশগ্রহণকারী শিল্পীদের সম্বর্ধিত করা হয়।

















