নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবীন্দ্রনাথের গানের মনোজ্ঞ আসর আয়োজিত হলো ১ লা ডিসেম্বর সন্ধ্যায়,উত্তর কলকাতার গিরীশ মঞ্চে। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- বিশিষ্ট শিল্পীদম্পতি সুমন পান্থী ও দেবশ্রী বিশ্বাস, এবং ঋতুকণা ভৌমিক,দেবজিৎ দত্ত,শর্মিষ্ঠা সরকার,দেবাংশু মুখোপাধ্যায়,সুজাতা কর্মকার,শ্যামদাস চট্টোপাধ্যায় প্রমুখ ১৮ জন শিল্পী। এছাড়াও ছিলো বিভিন্ন সংস্থার সম্মেলক সংগীত ও আবৃত্তি পরিবেশন। যন্ত্রসংগীত সহযোগিতায় অসাধারণ ভূমিকায় ছিলেন- অনিকেত চক্রবর্তী,গৌতম চৌধুরী এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় অনবদ্য ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়।
















