নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে গণধর্ষণকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ রাহুল সিনহার। দুর্গাপুরে বিজেপির কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে বলতে শোনা যায়, “যেখানে নির্যাতিতা নিজেই বলছে একাধিক ব্যক্তি তার ওপর নৃশংসতা চালিয়েছে, সেখানে পুলিশ কমিশনার কীভাবে নিশ্চিত হলেন যে একজনই ধর্ষণ করেছে? এভাবে বাকি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা শুরু হয়ে গেছে! ছ’জন অভিযুক্ত, মেয়েটি বলছে তিনজন ধর্ষণ করেছে। আর পুলিশ কমিশনার জানাচ্ছেন একজন ধর্ষণ করেছে! কীভাবে জানলেন? সিসি ক্যামেরা আছে নাকি ওখানে? ডিএমসি লাইট পর্যন্ত নেই! অভিযুক্তদের মধ্যে একজন হিন্দু । তাই তাকেই বলির পাঁঠা বানানোর ফন্দি চলছে।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন এর জন্য তিনি পুলিশকে দায়ী করতে রাজি নন। বরং শাসকের চাপেই পুলিশ ধর্ষণকারীদের বাঁচাতে উদ্যোগী বলে দাবি করে তিনি বলেন, “পুলিশকেতো স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। আমি পুলিশকে গালিগালাজ করতে রাজি নই। পুলিশ হচ্ছে জল। যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধরবে। যদি আজ পুলিশকে অধিকার দেওয়া হয়, এক মাসের মধ্যে পশ্চিমবাংলা ঠাণ্ডা হয়ে যাবে। এই পশ্চিমবাংলা সন্ত্রাসমুক্ত হয়ে যাবে, ধর্ষণ মুক্ত হয়ে যাবে। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হিসাবে ধর্ষণকারীদের মদত দেয়, আর ধর্ষিতাকে দোষারোপ করে, সেই রাজ্যে ধর্ষণ হবে, ধর্ষণ চলবে এটাই স্বাভাবিক। সেই কারণেই শক্ত সরকার দরকার। শক্ত সরকার এলে সব সিস্টেম ঠিক হয়ে যাবে।”
প্রসঙ্গত দুর্গাপুরের সিটিসেন্টারে ধর্ষণের ঘটনার বিচার চেয়ে ধর্ণামঞ্চ করে লাগাতার বিক্ষোভ ও অবস্থান করছে বিজেপি। এদিন সেই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোর মন্তব্য় করতে শোনা যায় তাঁকে।





