নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সহজে পণ্য পরিবহনের জন্য কলকাতা (ডানকুনি) থেকে লুধিয়ানা পর্যন্ত পণ্যবাহী রেল করিডর বা ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজ শুরু করেছে ভারতীয় রেল। এই রেল করিডরে শুধু মাত্র রেল ওয়াগান বা মালগাড়ি চলাচল করবে। রেলের এই ফ্রেট করিডর তৈরি জন্য গত কয়েক বছর ধরে রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সেই মতো বৃহস্পতিবার সকালে দুর্গাপুর স্টেশন চত্বরে আম্বেদকর কলোনিতে রেল উচ্ছেদ অভিযান শুরু করলে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়।
জানা গেছে এদিন বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে আম্বেদকর কলোনি পৌঁছে যান রেলের আধিকারিকরা। শুরু হয় অবৈধ নির্মাণ ভাঙার কাজ। দুই একটি বাড়ি ভাঙা হতেই প্রবল বিক্ষোভ দেখানোর পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ইতিমধ্য়ে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। রেলের কর্তাদের সাথে প্রাক্তন বিধায়কের তুমুল বচসা শুরু হয়। পাশাপাশি উচ্ছেদের কাজে বাধা দেয় তার অনুগামীরা। অবশেষে প্রবল বিক্ষোভের মুখে পড়ে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেন রেল কর্তারা এবং ফিরে যান।
স্থানীয়দের অভিযোগ কোনো নোটিশ ছাড়াই রেল এদিন উচ্ছেদ অভিযানে নামে। তৃণমূল নেতা ও স্থানীয়রা জানিয়েছে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই এই উচ্ছেদ অভিযান করতে দেওয়া যাবে না। স্থানীয়দের দাবি বহু বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন। এখন পরিবার নিয়ে হঠাৎ করে কোথায় যাবেন? তারা উন্নয়নের পক্ষে। পুনর্বাসন দিলেই তারা জায়গা ছেড়ে দেবেন।
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে রেল বাজেটে প্রস্তাব দেওয়া হলেও, লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত রেলের ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজ শুরু করা যায়নি ৷ বর্তমানে সেই ফ্রেট করিডরের কাজ শুরুর জন্য জমি অধিগ্রহণ করছে রেল কর্তৃপক্ষ ৷