eaibanglai
Homeএই বাংলায়প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে দুর্গাপুরে বিশেষ কর্মসূচি

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে দুর্গাপুরে বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮২ তম জন্মবার্ষিকী। দেশের নানা প্রান্তে নানান অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করা হচ্ছে। এদিন দুর্গাপুরে প্রদেশ কংগ্রেসের তরফেও দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীকে স্মরণ করা হয়। স্টিল টাউনশিপের এজোনের অশোক এভিনিউয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের।

অনুষ্ঠানের শুভারম্ভ হয় সকাল ৮টায় অরবিন্দ এভিনিউ থেকে সম্প্রীতি মশাল দৌড় দিয়ে। পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত গাওয়ার পাশাপাশি উন্মোচন করা হয় রাজীব গান্ধীর মর্মর মূর্তির। মূর্তি উন্মোচন করেন এদিনের সভার সভাপতি কংগ্রেস নেতা তরুণ রায়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদেব রায়, হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়নের আইএনটিউসির সহ-সভাপতি রানা সরকার, হিন্দুস্তান ওয়ার্কার ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত, কংগ্রেস নেতা তুষার ঘোষ, পূর্ণেন্দু পান্ডা, রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের পক্ষে সুরজিৎ ভট্টাচার্য, সেবা দলের অমল হালদার, অসীম সাহা এবং যুব নেতা সঞ্জয় মিত্র প্রমুখ নেতৃত্ববৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় ক্রীড়াবিদ শুকদেব বিশ্বাসকে সংবর্ধিত করা হয় ও তাম্রপত্র প্রাপক স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় রাজেশ্বর চক্রবর্তীকে সম্মান জানানো হয় তাঁর পুত্রের হাতে স্মারক তুলে দিয়ে। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শতাধিক দুস্থ পুরুষ মহিলাদের মধ্যে মশারী বিতরণ করা হয়।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন,”আজকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজীর জন্য সারা বিশ্ব হাতের মুঠো এসেছে সমাজ মাধ্যমের মাধ্যমে। যেই সরকারে থাকুক না কেন রাজীব গান্ধীর দেখানো পথ অনুসরণ করতে হবে।” এর পাশাপাশি তাঁর বক্তব্যে এদিন উঠে আসে নির্বাচন ও ভোট চুরি প্রসঙ্গ। ভোট চুরির অভিযোগে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ কে সমর্থন জানিয়ে তিনি বলেন,”আজকে রাহুল গান্ধীর লড়াইয়ে সমস্ত দেশবাসীকে প্রতিশ্রুতি দিতে হবে একজন মানুষ একটাই ভোট দিতে পারবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments