নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অভিনব উদ্যোগ ড্যান্স অ্যাকাডেমির। একটি ডান্স অ্যাকাডেমির উদ্যোগে রবিবার দুর্গাপুর অনুষ্ঠিত হল অভিনব এক র্যাম্প শো। যেখানে র্যাম্প হাঁটলেন ডান্স অ্যাকাডেমির ছাত্র ছাত্রীদের মায়েরা।
রবিবার বিকেলে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই শো অনুষ্ঠিত হয়। যেখানে ১০ জন মা তাদের সন্তানদের নিয়ে এই র্যাম্প শোতে অংশগ্রহণ করেন। এছাড়াও অ্যাকাডেমির নানান বয়সের শিশু, কিশোর, কিশোরীরা পারফর্ম করে।
অ্যাকাডেমির ম্যানেজিং ডাইরেক্টর মৌমিতা দত্ত বলেন,”এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে নতুন প্রজন্মকে আর মায়েদের উৎসাহিত করতে। শুধু দুর্গাপুরেরই নয় পার্শ্ববর্তী মহকুমা আসানসোল, জেলা বাঁকুড়া থেকেও এসেছিলেন বেশ কয়েকজন প্রতিযোগী।”