নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতিবছরের মতো এবারও দুর্গাপুর রম্যবীণা -র সদস্য ও শিক্ষার্থীরা নানা রঙের গানের ডালি উজাড় করে দিলেন তাদের নিবেদিত বসন্ত উৎসবে। ২৮ শে মার্চ সন্ধ্যায় ‘আনন্দ বসন্ত সমাগমে’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হলো দুর্গাপুর ইস্পাত নগরীর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সংস্থা সভাগৃহে। রবীন্দ্র সংগীত , লোকগীতি, আধুনিক বাংলা গান ইত্যাদি পরিবেশন করলেন বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়,শম্পা বন্দ্যোপাধ্যায়, রিমা ঘোষ, মুনমুন বেরা, মৌসুমী রক্ষিত, সোমা দে রায়চৌধুরী, অনিন্দিতা সেনগুপ্ত, শ্রীকান্ত চট্টোপাধ্যায়, অঞ্জন চট্টোপাধ্যায়, কাজল দাস, মানসী মুখোপাধ্যায়, পারমিতা ভট্টাচার্য,পুলকবর্ধন ঘোষ প্রমূখ ২৮ জন শিল্পী । শিল্পীদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে সহযোগিতায় অনবদ্য ছিলেন- সমীর রায়,বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়,বুদ্ধদেব দাস এবং প্রদীপ প্রামানিক। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়।





