নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর রম্যবীণার শিক্ষার্থী ও সদস্যরা শারদ উৎসবোত্তর মিলন মেলায় মিলিত হলেন- গান,আবৃত্তি ইত্যাদি পরিবেশন এবং মিষ্টান্ন বিতরণ এর মাধ্যমে। ২৮ অক্টোবর সন্ধ্যায় ইস্পাত নগরীর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির সভাগৃহে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন- বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক, উত্তম লাহা, বাণী চট্টোপাধ্যায়, মহুয়া সরকার,কাজল দাস, অনিন্দিতা সেনগুপ্ত, রিমা ঘোষ, সুদীপ্তা দাস জানা,সোমা দে রায়চৌধুরী, শিশুশিল্পী অর্চিষা লাহা, সমৃদ্ধা নায়ক প্রমুখ ৩০ জন শিল্পী। ছিল সঞ্চিতা ঘোষ এর আবৃত্তি পরিবেশনও। যন্ত্রসংগীত সহযোগিতায় অনবদ্য ভূমিকা পালন করেন- সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস এবং প্রদীপ প্রামাণিক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় যথাযথ ভূমিকা পালন করেন বিপ্লব মুখোপাধ্যায়।




















