eaibanglai
Homeএই বাংলায়পুলিশ কমিশনারের নিরাপত্তার আশ্বাস, আশ্বস্ত হতে পারছেন না নির্যাতিতা মেডিক্যাল ছাত্রীর বাবা

পুলিশ কমিশনারের নিরাপত্তার আশ্বাস, আশ্বস্ত হতে পারছেন না নির্যাতিতা মেডিক্যাল ছাত্রীর বাবা

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- পুলিশ কমিশনারের নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও আশ্বস্ত হতে পারছেন না দুর্গাপুরে গণধর্ষণের শিকার মেডিক্যাল ছাত্রীর বাবা। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তরা ধরা পড়লেও এরাজ্যের পুলিশ প্রশাসেনর উপর ভরসা রাখতে পারছেন না, নির্যাতিতা বাবা। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার কথা নির্যাতিতার। সেই প্রক্রিয়া শেষ হলেই মেয়েকে নিজের রাজ্য ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চান তিনি। তাঁর দাবি, ঘটনার পর থেকেই আতঙ্কিত রয়েছেন তাঁরা। বাংলার উপর থেকে ভরসা উঠে গেছে তাঁদের। এমনকি তাঁদের মেয়েক মেরে ফেলা হতে পারেও আশঙ্কা করছেন তাঁরা।

অন্যদিকে নির্যাতিতার বাবার এই নিরাপত্তাহীনতা প্রসঙ্গে মুখ খুলেছেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। সোমবার রাতের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “নির্যাতিতার বাবার সঙ্গে আমি নিজে দেখা করেছি। তাঁর সঙ্গে কথা বলেছি। পরিবারের সদস্যদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। এখানে তাদের কোন রকম অসুবিধা হবে না। তাঁরা চাইলে পুলিশ তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। নির্যাতিতার বাবাকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। দোষীরা যাতে কঠোরতম শাস্তি পায়, আইন অনুযায়ী তার সবরকম ব্যবস্থা করা হবে।”

প্রসঙ্গত সোমবার সকালে নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁকেও মেয়েকে উড়িষ্যায় নিয়ে যাওয়ার কথা জানান নির্যাতিতার বাবা। শুভেন্দু অধিকারী তাঁকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দেওয়ার পাশাপাশি নিজেও ওড়িশায় যাবেন বলে জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments