সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ– দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী। বুধবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। এদিকে অভিযুক্তের পক্ষে সাওয়াল করার জন্য দাঁড়ালানে না মহকুমা আদালতের কোনো আইনজীবী। এই প্রসঙ্গে দুর্গাপুর বার এ্যাসোসিয়েশনের সহসভাপতি চন্দন বন্দোপাধ্যায় এদিন বলেন, “এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। কোন আইনজীবী এই মামলায় ধৃতদের হয়ে দাঁড়াতে চাইছেন। এটাই আইনজীবিদের সিদ্ধান্ত। আমরা এই ব্যাপারে কোন আইনজীবিকে জোর করতে পারিনা।”
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিন ধৃতর হয়ে এজলাসে ছিলেন মহকুমা লিগ্যাল সার্ভিসেসের ( এসডিএলএস) আইনজীবি পুজা দেবী। এই প্রসঙ্গে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, কোন অভিযুক্তর হয়ে কোন আইনজীবী যদি না থাকেন, সেক্ষেত্রে ডিএলএসকে আইনি সহায়তা দিতে হবে। এক্ষেত্রেও তাই করা হয়েছে। যদি, পরে তার হয়ে কোন আইনজীবী আসেন, তখন আমরা সরে দাঁড়াবো।”
অন্যদিকে নিউটাউনশিপ থানার পুলিশ এদিন ধৃতকে ১০ দিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করলে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।





