eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে সংশোধনাগারে টিআই প্যারেড

দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে সংশোধনাগারে টিআই প্যারেড

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আদালতের নির্দেশে শুক্রবার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের চিহ্নিতকরণের জন্য উপ সংশোধনাগারে টিআই প্যারেড হল। ঘটনায় ধৃত নির্যাতিতা ছাত্রীর সহপাঠী ছাড়া বাকি পাঁচজনের টিআই প্যারেড হয়। বিচারকের উপস্থিতিতে এই প্রক্রিয়া চলে । যে কারণে এদিন বেলা বারোটার সময় কড়া নিরাপত্তায় নির্যাতিতাকে দুর্গাপুর মহকুমার উপ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন তাঁর মা। উপস্থিত ছিলেন মামলার আইও বা তদন্তকারী অফিসার।

প্রসঙ্গত চলতি মাসের ১০ তারিখ ওড়িশার বাসিন্দা তথা দুর্গাপুরের আইকিউ সিটি ম্যাডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ওই ছাত্রী সহপাঠী পুরুষ বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ। তাকে কলেজ ক্যাম্পাস সংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
তদন্তে নেমে কলেজ সংলগ্ন বিজড়া গ্রাম থেকে পাঁচ জকে গ্রেফতার করে নিউটাউনশিপ থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী বন্ধুকেও। ধৃত ছজনের বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments