eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ড মামলা গেলো এডিজে কোর্টে

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ড মামলা গেলো এডিজে কোর্টে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বৃহস্পতিবার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ডে আদালতে চার্জশিট জমা দেওয়ার পর শুক্রবার ফের ধৃতদের আদালতে পেশ করা হয়েছিল। এদিন শেখ সফিক ও রিয়াজউদ্দিনের জামিনের আবেদন করা হলে তা খারিজ করে দেন বিচারক। পরে ৬ জনেরই ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি এদিন বিচারক মামলাটি এডিজে ( ফাস্ট) কোর্টে স্থানান্তর করে দেন।

এদিন সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা সমস্ত তথ্য চার্জশিটের মাধ্যমে বিচারকের কাছে পেশ করেছি। শুক্রবার কমিটমেন্ট হয়েছে। শনিবার সকালে এডিজে বা অতিরিক্ত দায়রা আদালতে পরবর্তী শুনানি হবে। এদিন এমনই নির্দেশ বিচারক দিয়েছেন।” তিনি আরো বলেন. “এই মামলার দ্রুত যাতে বিচার হয় সেই দিকে নজর রেখে আইও বা তদন্তকারী অফিসার আদালতে আবেদন করেছেন।”

অন্যদিকে অভিযুক্তদের তরফে তাদের আইনজীবিরা অভিযোগ করেন যে, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার আগেই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী জানান, এমনটা হতেই পারে। এইসব পরীক্ষার রিপোর্ট আসতে দেরী হয়। রিপোর্ট পেলে আইও সাপ্লিমেন্টারী চার্জশিট জমা দেবেন। তার অপশন আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments