নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শ্রী শ্রী অনুকুল ঠাকুরের ১৩৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দুর্গাপুরের চিত্রালয়ে রাজীব গান্ধী স্মারক ময়দানে অনুষ্ঠিত হল বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধৃতি সজ্জনী মহোৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য অনিন্দিতি চক্রবর্তী।
শনি-রবি টানা দুদিন ধরে চলা এই উৎসবে প্রায় পঞ্চাশ হাজার ভক্ত ও মানুষের সমাগম হয়েছিল বলে দাবি উদ্যোক্তাদের।
প্রসঙ্গত এবছর এই মহোৎসব পালনের ছিল নবমতম বর্ষ। দুদিন ধরে চলা এই অনুষ্ঠানে ভক্তিমূলক গান, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা-সহ একাধিক ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছিল যা এক আধ্যাত্মিক আবহ তৈরি করে। এছাড়াও এই অনুষ্ঠান থেকে বহু মানুষকে দীক্ষিত করা হয়।
এই মহোৎসবে শহরের পাশাপাশি জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা যোগ দিয়েছিলেন। উৎসব ঘিরে ভক্তদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সংগঠনের সভাপতি ডা. শান্তনু কুমার দাস বলেন,”শ্রী শ্রী অনুকুল ঠাকুরের মাহাত্ম্য ও তাঁর শান্তির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষ তথা সমাজের মধ্যে স্থিরাবস্থা আনতে প্রতিবছর এই মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে।”

















