নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পশ্চিম বর্ধমান জেলার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা সদ্য প্রয়াত সলিল দাশগুপ্তর স্মরণ অনুষ্ঠান আয়োজিত হলো ১৬ই জানুয়ারি, দুর্গাপুর ইস্পাত নগরীর বি.টি.আর. ভবন সংলগ্ন সভাগৃহে। শুরুতে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সলিল দাশগুপ্তর জীবন এবং সাংস্কৃতিক অবদান সম্পর্কিত আলোচনা করেন নীলকন্ঠ চট্টোপাধ্যায়, অরুনাভ দাসগুপ্ত, অভিজিৎ মিত্র, কানাই বিশ্বাস, সুখময় বসু প্রমূখ। রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,সুমিতা রাহুত এবং ঋতুকণা ভৌমিক। কবিতা পাঠ করেন দীপক দেব এবং মৌসুমী চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি আশিসতরু চক্রবর্তী।