নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বেসরকারি নির্মীয়মান আবাসনে অবৈধ ভাবে কুয়ো তৈরির প্রতিবাদ জানিয়ে পথ অবরোধে সামিল হলেন স্থানীয়রা। ঘটনা দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের ৫৪ ফুট এলাকায়।
এলাকাবাসীদের দাবি স্থানীয় একটি বহুতল বেসরকারি আবাসনে জলের যোগানের জন্য প্রায় ৬০ ফুট গভীর কুয়ো বা ইঁদারা তৈরি করছেন আবাসনটির কর্তৃপক্ষ। যার জেরে এলাকার সমস্ত কুয়োর জল নেমে গেছে। এলাকায় তৈরি হয়েছে জল সংকট। এদিন সকালে স্থানীয়রা ওই ইঁদারা তৈরির কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকাবাসীর আরও অভিযোগ ওই প্রমোটার কারও অনুমতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো কাজ করছেন। চার বছর ধরে নির্মীয়মান ওই আবাসনের সামনের রাস্তায় ইট বালি সিমেন্ট রেখে রাস্তাটিকে আটকে রাখা হয়েছে। ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে। আবাসনে গাড়ি ঢোকানের সুবিধার জন্য এলাকার নিকাশিনালার উপর ইচ্ছে মতো স্ল্য়াব দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। এমনকি আবাসনের বাইরে জায়গা দখল করে বিপজ্জনভাবে ট্রান্সফর্মার তৈরি করা হয়েছে।
অন্যদিকে পথ অবরোধের খবর পেয়ে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ এলাকায় পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্য়া সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।





