নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার সকাল থেকে ইসিএলের গাড়ি আটকে বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম নতুনডাঙ্গা এলাকার বাজার সমিতি। প্রসঙ্গত স্থানীয় মাধাইপুর কলিয়ারিরি কয়লা বোঝাই গাড়িগুলি যাতায়াত করে এই নতুনডাঙ্গা এলাকা দিয়ে।
স্থানীয় বাজার সমিতির সদস্য তথা এলাকার বাসিন্দাদের অভিযোগ সারাদিন ধরে এলাকা দিয়ে ইসিএলের অতিরিক্ত কয়লা বোঝাই গাড়িগুলি যাতায়াত করার ফলে তারা সমস্যায় পড়ছেন। কয়লার কালি ও দূষণের জেরে জেরবার তারা। দোকানপাট বাড়িঘর সমস্ত জায়গা কালির আস্তরণে ঢেকে যাচ্ছে। পাশাপাশি গাড়িগুলি ওভারলোডেড থাকায় মাঝ রাস্তায় কয়লা পড়ে যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের।
স্থানীয়দের দাবি বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই ইসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এদিন তারা কয়লার গাড়ি আটকে বিক্ষোভে সামিল হয়েছেন। এদিন তারা ওভারলোডিং বন্ধ ও দিনে অন্ত চারবার রাস্তার জল স্প্রে’র ব্যবস্থা করার দাবি জানান।





