সংবাদদাতা,দুর্গাপুরঃ- আইএসএল লীগ শিল্ড,আইএসএল কাপ ও কলকাতা প্রিমিয়ার হকি লীগ জয়ের আনন্দ উদযাপিত করতে শনিবার দুর্গাপুরে ‘সবুজ মেরুন বিজয় উৎসব’ এর আয়োজন করেছিল মোহন বাগান ফ্যান্স ক্লাব। সবুজ মেরুন ফুটবল সমর্থকরা এদিন আনন্দ উচ্ছ্বাসের সাথে বিজয় দিবস পালন করেন। এই সবুজ মেরুন বিজয় উৎসবে কেক কেটে মোহনবাগানের সাফল্য উদযাপন করা হয়। পাশাপাশি শহরের মোহনবাগান নামাঙ্কিত রাস্তাটির আধুনিকরণ সৌন্দর্যায়ন সহ একাডেমি তৈরির কথাও আলোচনা হয় এই উৎসব অনুষ্ঠানে।
সিটিসেন্টারের মাঙ্গলিক প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান ফুটবল দলের সচিব দেবাশীষ দত্ত,প্রাক্তন ফুটবল খেলোয়াড় মানস ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা।





