eaibanglai
Homeএই বাংলায়দক্ষিণ ২৪ পরগণার ঘটনায় দুর্গাপুরে মা কালীর জামিন করালেন হাইকোর্টের আইনজীবী

দক্ষিণ ২৪ পরগণার ঘটনায় দুর্গাপুরে মা কালীর জামিন করালেন হাইকোর্টের আইনজীবী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে রাজ্যজুড়ে প্রতিবাদে সরব বিজেপি। বিজেপি নেতৃত্বের পাশাপাশি সারা রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন বিজেপির নেতা কর্মীরা। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটিসেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সনাতনী ঐক্য মঞ্চ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। আর এই কর্মসূচিতে মা কালীর প্রতিকী জামিন করানো হয়। এই বিষয়ে হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষ বলেন, “কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙচুরের পর পুলিশ যে ভাবে মা কালীর প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল, তা আমাদের ধর্মবিশ্বাসে আঘাত। তাই প্রতিবাদের ভাষায় আজ আমরা মা কালীর জামিন করালাম এটাই আমাদের প্রতীকী ন্যায়।”

এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, “মায়ের মুণ্ড ভেঙে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা শুধু আজকের ঘটনা হয়। প্রতিদিনই এরাজ্যে এমন ঘটনা ঘটছে কিন্তু সেই খবর আমাদের কাছে পৌঁছছে না। ভোটের স্বার্থে ভোটকে লক্ষ্যে রেখে এই ঘটনা ঘটছে সারা বাংলা জুড়ে। আর এতে মদত দিচ্ছেন রাজ্যের পুলিশ তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় হিন্দু সনাতনীদের উপর আঘাত হানা হচ্ছে। এর বিরোধীতায় পথে নেমেছি। হিন্দুদের বলছি যতদিন বাংলায় এই মুখ্যমন্ত্রী আছেন বাংলার হিন্দুরা সুরক্ষিত নন।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ প্রথমে পুলিশ মন্দির বন্ধের নির্দেশ দিলেও গ্রামবাসীদের প্রতিবাদে মন্দির খুলতে বাধ্য হয়। এরপর পুলিশ মুণ্ডহীন প্রতিমা প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments