eaibanglai
Homeএই বাংলায়কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে 'সানঝা উৎসব' দুর্গাপুর নগর নিগমের

কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে ‘সানঝা উৎসব’ দুর্গাপুর নগর নিগমের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার কেন্দ্রর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে দুর্গাপুর নগর নিগম। প্রসঙ্গত দেশের মোট ২৫টি বড় শহরে দারিদ্র দূর করতে একটি প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই শহরগুলির মধ্যে নির্বাচিত হয়েছে এই রাজ্যের কলকাতা ও দুর্গাপুর। শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে তুলে ধরতে দুর্গাপুর নগর নিগম কেন্দ্রের এই প্রকল্পে এক সঙ্গে কাজ করবে। এটি কেন্দ্রীয় হাউজিং এবং নগর উন্নয়ন দপ্তরের একটি পাইলট প্রজেক্ট। এই প্রকল্পের কর্মসূচি অনুসারে নগর নিগমের সহযোগিতায় সিটিসেন্টারের পলাশডিহার দুর্গাপুর হাটে শনিবার থেকে শুরু হল ‘সানঝা উৎসব’। এই কর্মসূচির লক্ষ্য হল শহরের পিছিয়ে পড়া হস্তশিল্পীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।

শনিবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পন্নামবলাম এস। উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।

নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় এদিন জানান শহরের কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে এই সানঝা উৎসবের জন্য ৭০টি গোষ্ঠীকে নির্বাচিত করা হয়েছে। এই সব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের পসরা নিয়ে উৎসবে হাজির হয়েছেন। রয়েছে কাঁথা স্টিচ সহ হাতের কাজের শাড়ি, পোশাক, মাটি কাঠ সহ হাতে তৈরি গৃহ সজ্জার নানা সামগ্রী। এছাড়াও রকমারি হাতের তৈরি পিঠে পুলি পাটিসাপটা সহ নানা রকমের খাদ্য সামগ্রী। এই উৎসব চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। ক্রেতাদের উৎসাহিত করতে দুর্গাপুর হাটের সাংস্কৃতির মঞ্চে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এদিন উৎসবে উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী আশা প্রকাশ করেন উৎসবে বেচা-কেনা ভালোই হবে। এই প্রজেক্টের ২৫টি শহরের মধ্যে দুর্গাপুর ভালো ফল করবে।

তিন মাসের এই পাইলট প্রজেক্টটির লক্ষ্য হল দেশের আরবান এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে উন্নীত করা এবং নগরায়নের সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments