eaibanglai
Homeএই বাংলায়সরস্বতী পুজোয় অভিনব থিম ইস্পাত নগরীর ক্লাবের

সরস্বতী পুজোয় অভিনব থিম ইস্পাত নগরীর ক্লাবের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাঙালির বারো মায়ে তেরো পার্বণ। শারদোৎসব শেষে বড়দিন, ইংরেজি নববর্ষের উৎসব পেরিয়ে এখন পৌষের শেষ প্রান্ত। হাতে গোনা কটা দিন, তার পরেই মকর সংক্রান্তি আর পিঠে পুলি উৎসব। আর পৌষ পেরিয়ে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা দেবী সরস্বতীর আরাধনার দিন। আপামর বাঙালি মেতে উঠবে সরস্বতী পুজোয়। বিষেশ করে ছাত্র ছাত্রী এবং যে কোন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে শিল্পশহরে।

দুর্গাপুরের ইস্পাত নগরীর চন্ডীদাসের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব সরস্বতী পুজো উপলক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে। এবার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ থিমের মাধ্যমে বাণী বন্দনার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে প্রস্তুতি হিসেবে হয়ে গেল খুঁটিপুজো।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য বান্টি সিং, মানস অধিকারী ও পূর্ণেন্দু চট্টরাজ। কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন,”পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ বিশেষ করে যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই থিমকে বাছা হয়েছে। এই থিমের মাধ্যমে মানুষের সচেতনতা বাড়বে।”

ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুজোর দিনগুলিতে নানান সামাজিক কর্মকাণ্ডে ব্যবস্থা করা হয়েছে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত থাকবেন বিশিষ্ট অথিতিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments