eaibanglai
Homeএই বাংলায়শিক্ষা প্রাঙ্গণে খাদ্য মেলা,অভিনব উদ্যোগ দুর্গাপুরের স্কুলের

শিক্ষা প্রাঙ্গণে খাদ্য মেলা,অভিনব উদ্যোগ দুর্গাপুরের স্কুলের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিক্ষা প্রাঙ্গণে খাদ্য মেলা। কি নেই সেখানে? ঝালমুড়ি, চপ, চাওমিন, ফুচকা, ঘুগনি সহ নানান তেলেভাজা। ছোটদের ভালো লাগা প্রায় সব কিছুই হাজির এই খাদ্য মেলায়। আর অভিনব এই খাদ্য মেলার আসর বসেছিল দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে।

প্রসঙ্গত রাজ্যজুড়ে সরকারি বিদ্যালয়গুলিতে চলছে ছাত্র সপ্তাহ। সেই ছাত্র সপ্তাহে ছাত্র-ছাত্রীদের নিয়ে নানান কর্মসূচি চলছে বিদ্যালয় গুলিতে। আর এই ছাত্র সপ্তাহের শেষ দিনে বুধবার দুর্গাপুরে নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় আয়োজন করে অভিনব খাদ্য মেলার। যেখানে পড়ুয়ারা ছিল বিক্রেতার ভূমিকায়। কেউ এনেছিল ঝালমুড়ি, কেউ এনেছিল ঘুগনি, কেউ বা চপ, পিঠেপুলি, কেউ আবার চাউমিন, পাস্তা। সব মিলিয়ে প্রায় কুড়ি রকমের খাবারের পসরা নিয়ে মেলায় হাজির হয়েছিল পড়ুয়ারা। অন্যদিকে ক্রেতার ভূমিকায় ছিলেন অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসী। এই খাদ্য মেলা ঘিরে এলাকাবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এদিনের খাদ্য মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার এডিএম (এডুকেশন) সঞ্জয় পাল ও দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম।

নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. কলিমুল হক এদিন জানান, ছাত্র সপ্তাহে সপ্তাহজুড়ে পড়ুয়াদের নিয়ে নানান কর্মসূচি নেওয়া হয়। তার মধ্যে অন্যতম খাদ্য মেলা। পড়াশুনার পাশাপাশি পড়ুয়াদের ব্যবহারিক, বাস্তবিক জ্ঞান বৃদ্ধির জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়। এতে একদিকে যেমন পড়ুয়ারা আনন্দ পেয়েছে অন্যদিকে অভিভাবকরা ও এলাকাবাসীরাও বিষয়টি উপভোগ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments