eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর পাবলিক স্কুলের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

দুর্গাপুর পাবলিক স্কুলের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের বিধাননগরে স্থিত দুর্গাপুর পাবলিক স্কুলের সিবিএসই বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাল বেসরকারি সংস্থা এসকেএস গ্রুপ।

প্রসঙ্গত উল্লেখ্য এই কৃতীদের মধ্যে এক ছাত্রী দশম শ্রেণির পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলার মধ্যে মেধা তালিকায় স্থান করে নিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় তাকে অভিনন্দনও জানিয়েছেন।

এসকেএস গ্রুপের এই সংবর্ধনা ও সম্মান কৃতীদের শুধু প্রাপ্যই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আরও সাফল্যের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করল বলেই মনে করছেন স্কুল কর্তৃপক্ষ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, ডিএভি মডেল স্কুলের প্রিন্সিপাল তথা জেলা সিবিএসই সিটি কো-অর্ডিনেটর পাপিয়া মুখার্জী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ড. কলিমুল হক সহ একাধিক বিশিষ্ট অতিথি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments