eaibanglai
Homeএই বাংলায়ভাষা দিবসে বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সেজে উঠল দুর্গাপুরের স্কুল

ভাষা দিবসে বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সেজে উঠল দুর্গাপুরের স্কুল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির গর্বের দিন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা নানা কর্মসূচির মধ্য দিয়ে মাতৃভাষা দিবস উদযাপন করেন। সারা রাজ্যের পাসাপাশি দুর্গাপুরেও বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন দিনটি বিশেষভাবে উদযাপন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন স্থিত সুরেন চন্দ্র মর্ডান স্কুল। মাতৃভাষা দিবসের অনুষ্ঠানকে বাৎসরিক উৎসব হিসেবে সম্মান জানানো হয় এখানে। প্রতিবছর বাংলা দেশ থেকে সাহিত্যিক শিল্পীরা এই অনুষ্ঠানে যোগ দেন, কিন্তু এবছর সেদেশের অস্থির পরিস্থির জন্য কেউ আসতে পারেননি।

প্রতি বছরের মতো এবছরও স্কুল প্রাঙ্গনে গড়ে তোলা হয়েছিল ঢাকার শহীদ মিনারের অনুকরণে মিনার। এদিন মাতৃভাষা দিবসের শহীদদের এই মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আয়োজন করা হয়েছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

তবে এবারের অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছিল স্কুল প্রাঙ্গনে গড়ে তোলা মঞ্চ ও সংলগ্ন এলাকার সুন্দর সজ্জা। মঞ্চ সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা হয়েছিল নানা খাদ্য শস্য,খাদ্য বস্তু, ফুল,বীজ, পাতা, বৃন্ত ইত্যাদি দিয়ে। যা এই সজ্জাকে এক শৈল্পিক স্তরে উন্নিত করেছিল। নানান সুচারু আলপনার মধ্যে শোভা পাচ্ছিল শহীদদের নাম, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” ইত্যাদি নানা স্লোগান । যা লেখা হয়েছিল মুসুরির ডাল, মুগ ডাল, ছোলা, কাবলি ছোলা, মটর ডাল, সবুজ মটর, গোটা মুসুর, ভুট্টার দানা, চাল, গম, ভুসি,ময়দা, বেসন,সরষের খোল, বিস্কুটের গুড়ো ইত্যাদি দিয়ে।

স্কুলের শিক্ষিক শিক্ষিকা, কর্মী অভিভাবকরা মিলে প্রতিবছর ভাষা দিবসের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তবে এবছরের ভাষাদিবসের এই সাজ সজ্জা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। অপূর্ব সজ্জা অনুষ্ঠানে অন্যমাত্রা যোগ করলেও অনেকেই এত খাদ্য বস্তুর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষত আমাদের মতো উন্নয়নশীল দেশে যেখানে এখনও প্রতিদিন কত পথ শিশু,ভবঘুরে অনাথ অসহায়দের একবেলা খাবারেরও কোনো নিশ্চয়তা নেই সেখানে শুধু একদিনের অনুষ্ঠানের জন্য় এত খাদ্যসামগ্রীর ব্যবহার কি অপচয়ের নামান্তর মাত্র নয়? প্রশ্ন তুলেছেন অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments