নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- একটা শিশু জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পর্যন্ত জীবনের অনেকগুলো ধাপ অতিক্রম করে। এর মধ্যে সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে একটি ছেলে বা মেয়েকে নানাবিধ শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই সব বিষয়ে অজ্ঞাতার দরুণ অনেকেই বিপথে চালিত হয় বা অবসাদের শিকার হয়। এই বয়ঃসন্ধিকালীন সময়ের নানা বিষয় ও সমস্যা নিয়ে সচেতনতা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শ্রেয়সী।
সোমবার দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা স্কুলে এনএসপিসিএল-এর সহযোগিতায় ও শ্রেয়সীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক কর্মশালা ‘বেধড়ক বোলো’ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এনএসপিসিএল-এর আধিকারিকরা।
জেমুয়া ভাদুবালা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক জানান, বয়ঃসন্ধিকালে ছাত্র ছাত্রীরা সে সকল সমস্যার সম্মুখীন হয়, কৌতুহল থাকে সেই বিষয়গুলি নিয়ে এই দিন পড়ুয়াদের সচেতন করা হয়। পাশাপাশি পড়ুয়াদের উৎসাহাহিত ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার পাঠও দেওয়া হয়।
প্রসঙ্গত, এনএসপিসিএল, দুর্গাপুরের সিএসআর প্রকল্পের আওতায় দুর্গাপুরের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন বিষয়ে সচেতনতা কর্মশালা ‘বেধড়ক বোলো’ এর আয়োজন করছে শ্রেয়সী। এই সচেতনতা ছাত্র ছাত্রীদের সুষ্ঠু মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য় করবে ও তাদের আত্মলিশ্বাসী হয়ে জীবনের চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বলেই মনে করছে উদ্যোক্তা সংগঠনটি।





